২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর দাপন সম্পন্ন

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর দাপন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টায় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। মরহুম নুরুল আবছার হেলালীকে শেষ বারের মত বিদায় জানাতে বিভিন্ন সম্প্রদায়ের লোক সমবেত হয়। এসময় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছোট ভাই মো: রফিকুল ইসলাম। খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজের পরিচালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সময়ের সল্পতার কারণে জেলা উপজেলা নেতৃবৃন্দকে বক্তব্যের সুযোগ দেওয়া যায়নি। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগিনা হাফেজ মোহাম্মদ তোহা। জানাযায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি সালাহ উদ্দিন আহমদ, মো: রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জিয়াউদ্দিন জিয়া, এড. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা, মুক্তিযোদ্ধা আবুতাহের মেম্বার, মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ হোছাইন, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সহ সভাপতি বাহাদুর হক, সাধারণ সম্পাদক এম বেলাল আজাদসহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাযার নামাজের পুর্বে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দলগার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময় চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান পুলিশদলও নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতা করে পুষ্পমাল্য প্রদান করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ প্রদান করা হয়। মরহুম আলহাজ্ব নুরুল আবছার হেলালীর জানাযায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে আসেন প্রচুর সংখ্যাক নেতাকর্মী। অংশ নেন বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামীলীগ,বিএনপি,জামায়াত,শিক্ষক,শ্রমিক,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এর আগে মরহুমের কপিনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দিয়ে ঢেকে রাখেন মুক্তিযোদ্ধা ফরিদুল আলমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা। পরে ২য় নামাজে জানাযা মরহুমের নিজবাড়ী উত্তর ফুলছড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজের পর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশেই মরহুম নুরুল আবছার হেলালীকে সমাহিত করা হয়। উল্লেখ্য গত বুধবার ২২ ফেব্রুয়ারী দুপুর দেড়টায় চট্টগ্রামস্থ একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি চেয়ারম্যান পাড়ার মরহুম আলহাজ আহম্মদ খাইরের বড় ছেলে এবং কক্সবাজার শহরের বাহার ছড়ার অধিবাসি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।