২৩ আগস্ট, ২০২৫ | ৮ ভাদ্র, ১৪৩২ | ২৮ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুতে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ সম্পন্ন : চল্লিশ উর্ধ্বে ইউএনও দল চ্যাম্পিয়ন

pic a
রামুতে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ সোমবার রাত ৯টায় উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন মাঠে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় রামু অফিসার্স ক্লাব দল বনাম কক্স ৯৫ কক্সবাজার দল। এতে রামু অফিসার্স ক্লাব দল ২-১ সেটে কক্স ৯৫ কক্সবাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ৪০ এর উপরে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (মোঃ মাসুদ হোসেন ও গিয়াস উদ্দিন কোং) দল বনাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (মাহবুবুর রহমান ও খন্দকার দেলোয়ার হোসেন) দল। উক্ত খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দল প্রতিপক্ষ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাতের শেষ ম্যাচে এককে মুখোমুখি হয় অফিসার্স ক্লাব আমিন ও রাজারকুল ব্যাডমিন্টন ক্লাব রুবেল। এতে রাজারকুল ব্যাডমিন্টন ক্লাব রুবেল প্রতিপক্ষ অফিসার্স ক্লাব আমিনকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন। অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানা অফিসার ইনচার্জ সাইকুল আহমেদ ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা, মোঃ কায় কিসলু, ফতেখাঁরকুল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, রামু প্রেস ক্লাব সহ-সভাপতি নিতীশ বড়–য়া, আওয়ামীলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, রামু প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলায় আম্পায়ার ছিলেন অধ্যাপক মুজিবুল হক, সহকারি আম্পায়ার রুবেল দে। স্কোরবোর্ডে ছিলেন নুরুল হক চৌধুরী। খেলায় ইংরেজী ধারা ভাষ্যকার ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার রেফারি ওমর ফারুক মাসুম। উল্লেখ্য, ২৬শে ফেব্র“য়ারী হতে শুরু হওয়া টূর্ণামেন্টে দ্বৈত ও একক মিলিয়ে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি দল অংশ নেয়। অফিসার্স ক্লাবের অন্ত:কক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪সনের চ্যাম্পিয়ন সূর্যের হাসি দল ও রানার্স আপ নির্বাহী কর্মকর্তা দলকে ক্রেস্ট দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।