লোহাগাড়া উপজেলার প্রসিদ্ধ বাজার হিসেবে পদুয়া বাজার বেশ পরিচিত লাভ করেছে। পদুয়া বাজার হকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-১৭ আগামী ১৫ মে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরম্ভ হতে যাচ্ছে।ভোট কেন্দ্র হবে পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন। উক্ত নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ২৪ পদে প্রার্থীরা ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।প্রার্থীরা ভোটারদের কাছে আশানুরুপ প্রতিশ্রুতির কথা দিচ্ছেন। বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সভাপতি পদে ৩ জন যথাক্রমে সাবেক সফল সভাপতি নুরুল ইসলাম সিকদার(আনারস), মোহাম্মদ শওকত আলী শেখু(চেয়ার), মোহাম্মদ মোছলেম উদ্দীন(ছাতা), সহ-সভাপতি পদে ৪ জন। তারা হলেন আবুল হাসেম(চশমা) সমশুল ইসলাম, মোহাম্মদ ফরিদ(বাঘ), সাধারণ সম্পাদক পদে ৫ জন। তারা হলেন একরামুল হক বাদশা(,সিএনজি) আলমগীর(দোয়াত কলম), শব্বির আহমদ(তাল গাছ), মোহাম্মদ হারুনুর রশিদ(হরিণ) ও তারেকুল ইসলাম(কাতাল মাছ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম(তালা চাবি), আনোয়ার হোসেন( ও জামাল উদ্দীন(আম), অর্থ সম্পাদক পদে ২ জন শেখ আহমদ( অটো রিক্সা) ও জমির উদ্দীন(হারিকেন) প্রচার সম্পাদক পদে ২ জন। তারা হলেন, মোহাম্মদ মহি উদ্দীন(মরিচ) ও মোহাম্মদ নাছির(দেওয়াল ঘড়ি)। সদস্য পদে ৫ জন তারা মোক্তার আহমদ(মিটার স্কেল), মোহাম্মদ নাজিম উদ্দীন টিপু(মোবাইল), আবু বক্কর(মোরগ), আবু তাহের(চিংড়ী) ও কাজী মোহাম্মদ শের আলী(তরমুজ)। সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার জানিয়েছেন, তিনি পূর্বে সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। হকারদের পাশে সব সময় যেকোন যে কোন সমস্যায় ছুটে যেতেন। তিনি আশাবাদী হকাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ফরিদ বলেন, নির্বাচনে হার জিত থাকতে পারে। তবে, তিনি আশ^স্থ হয়ে বলেন, উক্ত নির্বাচনে সহ-সভাপতি পদে হকারদের বিপুল ভোটে নির্বাচিত লাভ করবেন। সাধারন সম্পাদক পদপ্রার্থী তারেকুল ইসলাম তারেক বলেন, সাংবাদিক ভাই, হকারদের যে কোন সমস্যায় আমি ছুটে যেতাম। সমস্যা সমাধানে এগিয়ে আসতাম। হকারদের বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ। প্রচার সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মহি উদ্দীন বলেন, হকারদের কল্যাণের জন্য তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। হকাররা তাকে বিজয়ী করবেন বলে তিনি নিশ্চিত। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দীন জহির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে অনুষ্টিত হবে। কোন প্রকার কারচুপি করার সুযোগ নাই।নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।