১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের বর্ষবরণে গান কবিতা আড্ডা

RCC Borshoboron

রাজশাহীতে বিভিন্ন আয়োজনে বর্ষবরণের কর্মসূচি পালিত হয়েছে। এ সব আয়োজনের মধ্যে রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের আয়োজন ছিল একটু ভিন্ন মাত্রার। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্প্রসারণে তরুণ লিখিয়ে ও শিল্পীদের নিয়ে গান-কবিতার আড্ডার সাথে ছিলো প্রবীণদের মনোজ্ঞ আলোচনা। পরিচয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন অক্ষর সম্পাদক কবি মুকুল কেশরী। মোহনা সম্পাদক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক জি এম হারুন, সমাজসেবী মুহাম্মদ হাবীবুর রহমান, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, ডা. নাজমা আখন্দ, কবি সেলিনা পারভীন ও কবি খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।
কবিতা-ছড়া পাঠ এবং গানের সাথে সাথে বাংলা নববর্ষের অতীত ইতিহাস নিয়ে শেকড় সন্ধানী আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলা সালের প্রবর্তনের ইতিহাস, আমাদের অতীত ঐতিহ্যসহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ-বিশ্বাসের আলোকে সাহিত্য-সংস্কৃতি চর্চার গুরুত্বও উঠে আসে আলোচনায়। সেইসাথে বর্ষবরণের নামে অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদও উঠে আসে আলোচকদের কণ্ঠ থেকে।
অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে ছড়া-কবিতা পাঠ ও গান পরিবেশন করেন কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার, শিল্পী হাসিনা বেগম, নির্ঝর সম্পাদক ওয়াহিদ জামান, কবি রাসেল খান, কবি শরিফ জামিল, শিল্পী মতিয়ার রহমান বুলবুল, শিল্পী শাহরিয়ার সাব্বির, কবি ফাহাদ ফরহাদ, শিল্পী মুনতাসির মুবিন নাশিত, কবি সোহানুর রহমান আশিক, কবি আবদুল কাদের নাহিদ, কবি আহসান জামির ও শিশুশিল্পী নাজিফা, আবির, জারিফ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।