৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে উঠলেন এমপি বদি

আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার : ৪ উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উখিয়া বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ হওয়ার সংবাদ শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন স’ানীয় সংসদ সদস্য আলহাজ আবদুর রহমান বদি। অসুস্থ হামিদুল হক চৌধুরীর চিকিৎসার সব দায় দায়িত্ব বদি নিজের কাঁধে তুলে নিয়েছেন। বদির এই উদারতা দেখে জেলাজুড়ে শুরু হয়েছে বদির নানা প্রশংসা। রাজনৈতিক দ্বন্দ্বে মতবিরোধের উর্ধ্বে ওঠে মানবিক উদারতার যে পরিচয় দিলেন সংসদ সদস্য আবদুর রহমান বদি, এমন কর্তৃত্বের কথা ভুলবার মত নয় বলে জানালেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর বেশ’কজন শুভাকাঙ্ক্ষী।

উল্লেখ্য, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হামিদুল হক চৌধুরী মঙ্গলবার রাতে গুরুতর অসুস’ হয়ে পড়েন। বুধবার সকালে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তার অসুস’তার খবর পেয়ে সংসদে বাজেট অধিবেশন শেষ করেই এমপি বদি চট্টগ্রাম ছুটে আসেন। চট্টগ্রামেপৌঁছা মাত্র বদি চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। হামিদুল হক চৌধুরীর চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের সাথে পরামর্শ করে চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেন।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য নেতাকর্মীরা জানান, সামপ্রতিক সময়ে একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একটি মহল উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হামিদুল হক চৌধুরীর সাথে এমপি বদির মতবিরোধ সৃষ্টির চেষ্টা করে আসছেন।

বিশেষ করে উখিয়া-টেকনাফের নৌকার নিশ্চিত আসনটিকে হাতছাড়া করার জন্য ওই মহলটি তৎপর হয়ে ওঠে। পরবর্তী সময়ে মহলটি বিভিন্ন সভা-সমাবেশে এমপি বদির বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। কিন্তু যারা হামিদুল হক চৌধুরীকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত ছিলেন, তাদের অনেকেই অসুস্থ হামিদুল হক চৌধুরীকে দেখতেও যাননি। কিন্তু সব মতবিরোধের উর্ধ্বে ওঠে এমপি বদি হামিদুল হক চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক পাশে থেকে খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার বদি নিজে উপসি’ত থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হামিদুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা পাঠান। বদি ঢাকায় গ্যাস্টোলিভার হাসপাতালে হামিদুল হক চৌধুরীর চিকিৎসার সকল তদারকি করছেন।

হামিদুল হক চৌধুরীর স্বজনেরা জানিয়েছেন, এমপি বদি রাজনৈতিক উদারতা ও মহানুভবতার পরিচয় দিয়েছেন। হামিদুল হক চৌধুরী ও এমপি বদি সম্পর্কে জামাই-শ্বশুর হলেও সামপ্রতিকসময়ে একটি কুচক্রীমহল তাদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করে আসছে। কিন্তু এমপি বদি সব বিরোধ ভুলে গিয়ে বিশাল মনের পরিচয় দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।