
কক্সবাজারে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। রমজানের শুরু থেকে চলা এই অভিযানে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বড়বাজারের কাচাঁ বাজার, মাছ বাজার ও মাংসের দোকানসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান চলে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাইফুল ইসলাম মজুমদারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়মা হাসান এ অভিযান চালান। অভিযানে মূল্য তালিকা টাঙ্গানো ছাড়াও বাজার মনিটরিং এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় আর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচারনা চালানো হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলেন, মার্কেটিং অফিসার মোঃ শাহ জাহান আলী, জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন, ভোক্তাধিকার সংরক্ষন আইনের সহকারী পরিচালক মোঃ সুলতান মাহমুদ মিলন, কক্সবাজার সদর থানায় এসআই নাজিমের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার ব্যাটিয়ানের হাবিলদার আনোয়ারের নেতৃত্বে একদল আনসার সদস্য।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট সায়মা হাসান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।