২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়: জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়। এ ধারাবাহিকতা বজায় থাকলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তর অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াবে। পাঠক হিসেবে এ সফলতাই কাম্য।

যুগান্তরের ১৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইবকাল হোসেন বলেন, সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনসহ সর্বমহলের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে যুগান্তর।

তাই অপরাধ সম্পর্কিত অজানা তথ্য নিয়ে প্রকাশ করা সংবাদগুলোকে উপজীব্য হিসেবে ধরা হয়। কক্সবাজারের অপরাধ, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ দমনেও যুগান্তর এভাবেই দায়িত্ব পালন করবে এমনটাই আশা করি।

বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল করিম, কক্সবাজার চেম্বার সি. সহ-সভাপতি ও সিভিল সোসাইটি সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মাহাম্মদ আলী জিন্নাত, জেলা আওয়ামী লীগ সদস্য ও স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরীর সঞ্চালনা ও যুগান্তর কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার প্রতিনিধি ও আজকের দেশ বিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার সোসাইটি সভাপতি কমরেড গিয়াস উদ্দিন প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জন্মবার্ষিকীর এক শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।