২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়: জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়। এ ধারাবাহিকতা বজায় থাকলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তর অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াবে। পাঠক হিসেবে এ সফলতাই কাম্য।

যুগান্তরের ১৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইবকাল হোসেন বলেন, সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনসহ সর্বমহলের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে যুগান্তর।

তাই অপরাধ সম্পর্কিত অজানা তথ্য নিয়ে প্রকাশ করা সংবাদগুলোকে উপজীব্য হিসেবে ধরা হয়। কক্সবাজারের অপরাধ, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ দমনেও যুগান্তর এভাবেই দায়িত্ব পালন করবে এমনটাই আশা করি।

বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল করিম, কক্সবাজার চেম্বার সি. সহ-সভাপতি ও সিভিল সোসাইটি সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মাহাম্মদ আলী জিন্নাত, জেলা আওয়ামী লীগ সদস্য ও স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরীর সঞ্চালনা ও যুগান্তর কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার প্রতিনিধি ও আজকের দেশ বিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার সোসাইটি সভাপতি কমরেড গিয়াস উদ্দিন প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জন্মবার্ষিকীর এক শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।