
মৌসুমী বির্তক প্রতিযোগিতায় কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলার বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়।
এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় শিশু একাডেমি কতৃক আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় উপস্থিত বিতর্কে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয় দল। গতকাল ১৬অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার ৪ টি বিদ্যালয়ের বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি ও যুক্তিতর্কে মুখরিত ছিল কক্সবাজারস্থ শিশু একাডেমী মিলনায়তন
বিতর্কের মধ্যে যুক্তিতর্কে শ্রেষ্ঠত্ব দেখিয়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয়কে হারিয়ে কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন হয়েছে বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের প্রতিযোগী ও দলনেতা শান্তা দাস। অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে চকরিয়া উপজেলার বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল, রামু উচ্চ বালিকা বিদ্যালয় ও মহেশখালী বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে অতিথিরা বিতর্ক অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন। বিতর্কে জেলা পর্যায়ের বিজয়ী দল আগামী ২১অক্টোবর চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন বিজয়ী বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার।
এদিকে বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।