মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি আলাদা স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় আবু সাহা দাখিল মাদ্রাসার পাশের তিন তলা একটি বাড়ি। অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ফতেহপুর গ্রামে। শহর থেকে ১০ কিলোমিটার দূরের ওই বাড়িটি লন্ডন প্রাবাসী সাইফুলের বাড়ি। সেখানে জঙ্গিরা একের পর এক গ্রেনেড ছুড়ে মারছে।
মৌলভীবাজার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দুটি, আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দুটি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা। রাশেদুল বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।
জানা গেছে, ফতেহপুর গ্রামের ওই বাড়িটি গত রাত ১টা থেকে ঘেরাও করে পুলিশ। এরপর আজ সকাল ৭টা ১০ মিনিটের সময় মৌলভীবাজারের এসপির নেতৃত্বে পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বোমা ছুড়ে মারে জঙ্গিরা। জবাবে পুলিশ গুলি করলে জঙ্গিরাও পাল্টা গুলি করে। বড়হাটের বাড়িটিও পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি দুটিতে অভিযান চালানোর জন্য র্যাবকে খবর দেওয়া হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।