২ আগস্ট, ২০২৫ | ১৮ শ্রাবণ, ১৪৩২ | ৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য প্রতিমন্ত্রী

মেগা প্রকল্পের সুফল সম্পর্কে জনগণের মাঝে প্রচার করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ কক্সবাজারে চলমান মেগা প্রকল্পগুলোর সুফল সম্পর্কে দেশবাসী এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে। সে ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সভায় কক্সবাজারের রোহিঙ্গা সমস্যা সহ পর্যটন উন্নয়নের সকল সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন চিত্রগুলোও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তথ্য প্রতিমন্ত্রী। এসময় কক্সবাজার প্রেসক্লাব এবং সাংবাদিকদের কল্যাণে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে কক্সবাজার বেতার কেন্দ্রটি আর অবহেলিত থাকবে না জানিয়ে বান্দরবানসহ অন্যান্য কেন্দ্রের মতো এ কেন্দ্রটির উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে-ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, মোহাম্মদ মুজিবুল ইসলাম,বেতারের অঞ্চলিক পরিচালক মাহফুজুল হক, জেলা তথ্য অফিসার ইমদাদুল ইসলাম ও কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে কক্সবাজার বেতার এবং জেলা তথ্য অফিস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তৈয়ব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।