১৬ জুলাই, ২০২৫ | ১ শ্রাবণ, ১৪৩২ | ২০ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন।

পাসপোর্ট জমা রাখার শর্তে মাহমুদুর রহমানকে জামিন দেয় আদালত। সে নির্দেশনার বিষয়ে পাসপোর্ট ফেরত পেতে তার পক্ষে আইনজীবীরা পুনর্বিবেচনার একটি আবেদন করেন। সেই আবেদনের নিষ্পত্তি শেষে আজ আপিল বিভাগ মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার আদেশ দেন।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেন।

এরপর আপিল বিভাগের নির্দেশে গঠিত ঢাকা মেডিকেল কলেজ বোর্ড মাহমুদুর রহমানের স্বাস্থ্যগত বিষয় পরীক্ষা করে তার নিউরো সার্জারির প্রয়োজন কিনা তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে প্রতিবেদন দেয়।

সেই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত পাসপোপর্ট ফেরত দেয়ার আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারবেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন মাহমুদুর রহমান। এরপর তার বিরুদ্ধে প্রায় ৬ ডজন মামলা হয়। গত বছরের ৭ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।