১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মাদক-সন্ত্রাস-যানজট মুক্ত মরিচ্যা উপহার দিতে চাই : এম মনজুর আলম মেম্বার

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সকল মানুষ আমার পরিবারের সদস্য। আমি সবার। সবাই আমার। এই পরিবারের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে মরিচ্যা স্টেশনকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে চাই। প্রতিমাসে পুলিশী সহায়তায় মাদক ও সন্ত্রাস মুক্ত করার সভার আয়োজন করা হবে। যানজট মুক্ত করে মরিচ্যাকে একটি মডেল স্টেশন হিসেবে উপহার দিতে চাই। কেউ অপরাধ করলে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বৌদ্ধ-হিন্দু ধর্মের মানুষের গুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ তাদের সাথে খারাপ আচরণ করলে কঠোর হস্তে দমণ করা হবে।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উখিয়া উপজেলা ৩নং হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার স্টেশন চত্বরে নব-নির্বাচিত ইউপি সদস্য এম মনজুর আলম মেম্বার তার বিজয়ী শুকরানা  সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা ভোট দেননি আপনাদেরও সুন্দর পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামী দিন গুলোতে এগিয়ে যেতে চাই।
প্রবীণ বিএনপি নেতা মাস্টার বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় শোকরানা সভায় বক্তব্য রাখেন,  ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বোরহান উদ্দিন, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম,  আব্দুল গফুর চৌধুরী, ডা: নুরুল কবির, নজির আহমদ, মাওলানা আবুল হোছাইন, মোজাফ্ফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মিলন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ গিয়াস উদ্দিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।