৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

মাদকমুক্ত কক্সবাজার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Coxs Workshop 02
কক্সবাজারে মাদক পাচার প্রতিরোধ ও যুব সমাজকে মাদক মুক্ত রাখা এবং মাদকের অপব্যবহার বন্ধে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর কর্মপন্থা নির্ধারণে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি)’র ইনভেষ্টিগেশন ও অপারেশন স্পেশালিষ্ট জেরার্ড স্মিথ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন-জেলা কমিউনিটি পুলিশিং’র সহ-সভাপতি ও প্রোগ্রাম অর্গানাইজার আবু মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি এডভোকেট রনজিত দাশ।
কর্মশালায় কমিউনিটি পুলিশিং’র উপর প্রামাণ্যচিত্র ও ভয়েস ম্যারিনা’র অনুষ্ঠান পরিচালক আবদুল্লাহ নয়নের পরিবেশনায় জেলা বিভিন্ন সময়ে মাদকদ্রব্য উদ্ধারের তথচিত্র প্রদর্শন করা হয়।
কর্মশালায় মাদকমুক্ত কক্সবাজার গড়তে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, রামু কেন্দ্রীয় সীমা বৌদ্ধ বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু, কক্সবাজার সরস্বতী বাড়ির প্রধান পুরোহিত শ্রী স্বপন চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং’র মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিরাজ ও কক্সবাজার ল্যাংগুয়েজ সেন্টারের প্রশিক্ষক জিয়া উদ্দিন প্রমুখ।
কক্সবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং-এর আয়োজনে পুলিশ রিফর্ম প্রোগ্রাম (পিআরপি) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদকর্মী, রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় গুরু, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।