৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ৭শত মেঘাওয়াট দ্বিতীয় কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের নিকট চেক বিতরণ করা হয়েছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গত শনিবার সকাল ১১টায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় ১৪৫ জন ভুমি মালিককে প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত অতিথিদের কাছ থেকে ভূমির মালিকরা নিজ হাতে চেক গ্রহণ করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, সাংবাদিক তোফায়েল আহম্মদ, মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আসলাম।
৭শত মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের জমির মূল্য হিসাবে এ চেক বিতরণ করেন। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ বলেন, ১৪৫জন মালিকের নিকট প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয় । অধিগ্রহণকৃত জমিতে ৭শত মেঘাওর্য়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।
প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক বক্তব্যদান কালে বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের পূর্ণবাসনের জন্য সব ধরণের ব্যবস্থা করা হবে । আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে। তিনি আরোও বলে মহেশখালী উন্নয়নের মডেল আর মাতারবাড়ী হবে ২য় সিঙ্গাপুর। তিনি সুস্থ সুন্দর পরিবেশে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে চেক বিতরণ অনুষ্টানের আয়োজন করায় স্থানিয় চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ ভূঁইশী প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।