২৩ জানুয়ারি, ২০২৬ | ৯ মাঘ, ১৪৩২ | ৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ৭শত মেঘাওয়াট দ্বিতীয় কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের নিকট চেক বিতরণ করা হয়েছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গত শনিবার সকাল ১১টায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় ১৪৫ জন ভুমি মালিককে প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত অতিথিদের কাছ থেকে ভূমির মালিকরা নিজ হাতে চেক গ্রহণ করেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, সাংবাদিক তোফায়েল আহম্মদ, মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আসলাম।
৭শত মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের জমির মূল্য হিসাবে এ চেক বিতরণ করেন। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ বলেন, ১৪৫জন মালিকের নিকট প্রায় ১০ কোটি টাকার চেক বিতরণ করা হয় । অধিগ্রহণকৃত জমিতে ৭শত মেঘাওর্য়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।
প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক বক্তব্যদান কালে বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের পূর্ণবাসনের জন্য সব ধরণের ব্যবস্থা করা হবে । আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এতদঅঞ্চলের মানুষের জীবনধারা পাল্টে যাবে। তিনি আরোও বলে মহেশখালী উন্নয়নের মডেল আর মাতারবাড়ী হবে ২য় সিঙ্গাপুর। তিনি সুস্থ সুন্দর পরিবেশে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে চেক বিতরণ অনুষ্টানের আয়োজন করায় স্থানিয় চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ ভূঁইশী প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।