৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মাতারবাড়ী জাইকা প্রকল্পে ৪ কোটি টাকার চেক বিতরণ

Dc cox

এক উৎসব মূখর পরিবেশে মহেশখালীর মাতারবাড়ীর জাইকা প্রকল্পে  মঙ্গলবার প্রায় ৪ কোটি টাকার ৬৩ টি চেক বিতরণ করা হয়েছে। এক সাথে এত বিপুল অংকের চেক এই প্রথম বিতরণ করা হল। এতে করে এলাকার মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। যদিওবা বিতরণের কথা ছিল এক সাথে ৭২ টি চেক। কিন্তু কাগজ পত্র যাচাই বাছাইয়ে সঠিক তথ্য না থাকায় ৯ টি চেক মঙ্গলবার বিতরণ করা সম্ভব হয়নি।

চেক বিতরণ উপলক্ষে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্টানের আয়োজন করা হয়। এই অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতার সময় স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক বলেন- মহেশখালীর মাতারবাড়ী দ্বীপের জনগন আসলেই ভাগ্যবান। তারা এক সাথে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ পেয়েছেন নিজেদের ঘরের দুয়ারে। এই বিনিয়োগে মাতারবাড়ী হয়ে উঠবে আরেক ব্যাংকক-সিংগাপুর। তিনি ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াল গর্কিতে নিহত দ্বীপের বাসিন্দাদের স্মরণ করেন। অনুষ্টানের বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন-আমি মাতারবাড়ীর বাসিন্দাদের ন্যায্য পাওনা সঠিক ভাবে এবং সঠিক সময়ে পৌঁছে দিতে চাই। কারও কোন সমস্যা বা দুঃখ দুর্দশা থাকলে তাহলে সরাসরি আমার সামনে আসবেন -আমি যথাসাধ্য সেবা দিতে চেষ্টা করব।

অনুষ্টানে জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী বলেন-প্রশাসনের লোকজন মাতারবাড়ীর বাসিন্দাদের শত্রু নয়-তারা বরং মিত্র। তাই তাদের সাথে ভাল এবং সংযত আচরণ করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা এমপি আশেক উল্লাহ রফিকের উদ্দেশ্যে বলেন-আপনি দ্বীপের অসহায় মানুষের জন্য যাই করবেন তা স্বচ্ছতার মাধ্যমে এবং অতি দ্রুততার সাথেই করবেন। মানুষ আমরা জনপ্রতিনিধিদের নিকট সেবা পেতে চান। কিন্তু আমরা যথাযথ ভাবে তা দিতে পারছি বলে মনে হয় না। তাই মানুষ অতৃপ্ত থেকে যাচেছ মন্তব্য করে তিনি আরো বলেন-আমরা জনপ্রতিনিধিদের আরো খোলা মনে মানুষের সেবায় আসা উচিত। সভায় মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন ইব্রাহিম বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে মহেশখালীর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, জেলা ভুমি অধিগ্রহন কর্মকর্তা মাহফুজুর রহমান ও অতিরিক্ত ভুমি অধিগ্রহন কর্মকর্তা  মুজিবুর রহমান এবং মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল উপস্থিত ছিলেন।

পরে জেলা ভুমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার ও কানুনগো ১২০০ একরের সিঙ্গাপুর-বাংলাদেশ প্রকল্পের জমির র্ফিড বুক তৈরির জন্য সার্ভে করেন। তবে এ সময় দ্বীপের কিছু চিহ্নিত ব্যক্তিদের নিয়ে সার্ভে করায় লোকজনের মধ্যে অসন্তুষ বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।