২৬ জানুয়ারি, ২০২৬ | ১২ মাঘ, ১৪৩২ | ৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি

মাতারবাড়ীর তারেক আজিজ ১০দিন ধরে নিখোঁজ


মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজপাড়ার তারেক আজিজ বিগত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কামাল হোছাইনের পুত্র। এ ব্যাপারে তারেক আজিজের মা মহেশখালী থানায় গত ২৪ মার্চ একটি নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরী নম্বর হচ্ছে ১০৬১/১৭। নিখোঁজ ডায়েরী সূত্রে জানা যায়, তারেক আজিজ বিগত ২ বছর আগে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়াছিল। সে লেখাপড়ায় সুবিধা করতে না পারায় দেশে ফিরে এসে বাড়ীর চাষাবাদের কাজকর্ম দেখাশুনা করে। তার দাদী ওমরাহ হজ্ব পালনে যাবে তাই তার জন্য কাপড় কিনতে তারেক ২০ মার্চ আনুমানিক সকাল ১১টায় তার মায়ের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চকরিয়া আসার জন্য ঘর থেকে বাহির হয়। ঐদিন তারেক আছরের নামাজের পর তার মাকে ফোন করে বলে সে ঐদিন বাড়ীতে ফিরতে পারবে না পরেরদিন বাড়ী ফিরবে। একইদিন তার বোন ফোন তাকে কোথায় থাকবে জিজ্ঞেস করলে সে বন্ধুর বাসায় থাকবে বলে জানায়। এর পর থেকে তারেক আজিজের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় এবং তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান না পেয়ে মহেশখালী থানায় ডায়েরী করা হয়।
কেউ তারেকের সন্ধান ফেলে খবর দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।