১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

মাতারবাড়ীর ৩নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে চলছে উন্নয়নমূলক কাজ

সাগরদ্বীপ মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডটি কুহেলিয়া নদীর পশ্চিম পাড়ে অবস্থিত হওয়ায় প্রচন্ড জোয়ারের ধাক্কায় প্রতি বর্ষা মৌসূমে বাঁধ ভেঙ্গে খান্ খান্ হয়ে যায়। বিলীন হয়ে যায় বিভিন্ন ঘরবাড়ী ও দোকান ঘর । বর্ষ মৌসুমে সেখানকার মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। এ দুর্ভোগ যুগ যুগ ধরে চলে আসছে। এবার নব-নির্বাচিত মেম্বার রিয়াজ উদ্দীন সে দুর্ভোগ মুছে ফেলতে নিজের অর্থায়নে ও পরিষদের বরাদ্দ নিয়ে বিভিন্নভাবে রাস্তাঘাট সংষ্কার করে যাচ্ছে। এতে সস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে স্থানীয়রা ।
গেল ২২ মার্চ মাতারবাড়ী ইউ.পি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, সাবেক ইউ.পি সদস্য ও মাতারবাড়ী ইউনিয়নলীগের সহ-সভাপতি মাষ্টার মোহাম্মদ উল্লাহ। পাশা-পাশি ইউ.পি সদস্য নির্বাচিত হয়েছে এক ঝাঁক তরুণ যুবক। এমনকি ৩নং ওয়ার্ড থেকে রিয়াজ উদ্দীন নির্বাচিত হওয়ার পর কুহেলিয়া নদীর করাল গ্রাস থেকে উক্ত রাজঘাটকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি বেঁড়িবাঁধ দিয়ে এক স্থানের লোকজন অন্য স্থানে যাতায়াত করতে উক্ত রাজঘাটের বাঁধের উপর নিজের অর্থায়নে বালির বস্তা ফেলে যাতায়াতের সু-ব্যবস্থা করেছে। এন.জিও সংস্থা মুক্তি, ১০ টাকার চাউল সহ সরকারি ও বেসরকারীভাবে পাওয়া ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে প্রকৃত গরীবদের মাঝে বন্টন করা , রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় উক্ত স্কুলের পশ্চিম পার্শ্বে একটি গাইড ওয়াল নির্মাণের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা শুরু করেছে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। উত্তর রাজঘাট থেকে নতুনবাজার সড়ক বর্ষার ঢলের পানিতে কয়েক দফায় ভেঙ্গে খান্ খান্ হয়ে যায়। কিন্তু চেয়ারম্যানের সহযোগিতায় ঐসব ভাঙ্গন স্থানে বারি ও কংকর ফেলে লোকজন ও যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে। ৩নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দীন থেকে ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অতীতে বহু চেয়ারম্যান আমরা দেখেছি। কিন্তু মেম্বারদের সাথে চেয়ারম্যানদের সু-সম্পর্ক না থাকায় এ ইউনিয়নটি বারবার অবহেলিত ছিল। এবার বর্তমানে আমরা একজন বিজ্ঞ চেয়ারম্যান পাওয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সুযোগ পেয়েছি। এমনকি মাতারবাড়ীর সর্বত্রই চলছে রাস্তাঘাট সংষ্কার , ড্রেন নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোর কাজ। এছাড়া চেয়ারম্যানের প্রচেষ্টায় জেলা পরিষদ থেকেও পানি নিষ্কাশনের জন্য বড় বড় কয়েকটি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।