১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ নিধন

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে মাছ শিকারীরা।

গত বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বান্দরবান উপজেলার লামা উপজেলার মিঝরিকুল এলাকায় মাছ শিকারীরা এ বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল থেকে স্থানীয় লোকজন মরা মাছ ধরতে নদীর পাড়ে ভীড় করে।

স্থানীয় লোকজন বলেন, বিষ প্রয়োগের ফলে মিঝরিকুল এলাকা থেকে নদীর নিচের অংশ চকরিয়ার মানিকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় মরা মাছ ভেসে উঠছে। মাছের মধ্যে চিংড়ি ও বাইলা মাছ অন্যতম। এসব মরা মাছ ধরতে শুক্রবার ভোর থেকে স্থানীয় লোকজন জাল নিয়ে নদীতে নেমে পড়ে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগের ঘটনাটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগের ঘটনাটি আমাদের এলাকায় নয়। তবে আমাদের এলাকায় যাতে কেউ এ রকম ঘটনা ঘটাতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সর্তক করা হয়েছে।’

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে বিষপ্রয়োগকারী শনাক্ত করতে হবে। এরপর তাঁদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।