৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মহেশখালীর নতুন বাজারে ১৩ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

মহেশখালীর নতুন বাজারে ফিল্মী স্টাইলে ১৩ দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

৫ জানুয়ারি ভোর রাতে উপজেলার বৃহত্তম বাজার নতুন বাজারে এঘটনা ঘটে। পুলিশের ভাষায় এ ঘটনাকে চুরি হিসেবে অভিহিত করলেও ব্যবসায়ী ও স্থানীয়রা এঘটনাকে সিরিয়াল ডাকাতি বলে জানিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকার প্রতিটি বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার সময় মহেশখালীর নতুন বাজারের পূর্বপাশে ১০/১৫ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ৫–৬ টি দোকানে হানা দেয়। ২টি মোটর সাইকেল ও ১টি ম্যাজিক গাড়ীযোগে র‌্যাবের মতো কালো পোষাক পরে এসে তারা বাজারের ৪ জন পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়।

উল্লেখ্য, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত। র‌্যাব বড় মহেশখালীর পাহাড়তলীতে বিশাল অস্ত্রের কারখানায় অভিযান পরিচালনা করে ২২টি অস্ত্র উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করায় জনমনে আতংক বিরাজ করছিল। এলাকায় ওই আতংককে পুঁজি করে ডাকাতরা বাজারের পূর্বপাশে আইল্যান্ড হাইস্কুল সংলগ্ন ৬/৭ টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে যায়।

মোবাইল ব্যবসায়ী কুলাল পাড়া গ্রামের মো: রশিদের পুত্র মহিউদ্দিন জানান, ডাকাতরা তার দোকানের তালা ভেঙ্গে নগদ ৩ লাখ ৮৮ হাজার টাকাসহ অন্তত ২০ টি নতুনমোবাইল সেট নিয়ে যায়। এরপর তার দোকানের আশে পাশের আরো ৫/৬ টি দোকানের তালা ভেঙ্গে মোবাইল, ল্যাপটপসহ প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ রহমত চার্জিং এর মালিক জানান, তার দোকানের সবকটি মোবাইলসহ নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।

অন্যদিকে কম্পিউটারের দোকানের মালিক ছৈয়দ আলম জানান, তার ল্যাপটপ, কম্পিউটারের পার্টসসহ নগদ টাকা নিয়ে গেছে। এরপর ডাকাতরা বাজারের মধ্যবর্তী আরো ৪/৫ টি দোকানের তালা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা লুট করে বলে ব্যবসায়ীরা জানান। ডাকাতরা প্রায় ১ ঘন্টা ধরে লুটপাট চালিয়ে নির্বিঘ্নে গাড়ীযোগে চলে যায়।

অপরদিকে এঘটনার আগে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকায় আরো ২টি দোকানে একই কায়দায় ডাকাতি হয়েছে বলে জানান ওই গ্রামের গিয়াস উদ্দিন। ঘটনার খবর পেয়ে সকালে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, নতুন বাজারে ৫/৬ টি দোকানে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।