৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

মহেশখালীর আদিনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলা কাল শুরু

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরে সাত দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার তীর্থযাত্রী মেলায় আসবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। তবে অন্যান্য বছরে মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।

মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলা শুরুর আগেই হস্তশিল্পসহ নানা পণ্যের বিকিকিনি শুরু হয়ে গেছে।

আদিনাথ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে বলেন, গত বছর এ মেলায় ৩০ হাজার তীর্থযাত্রী এসেছিলেন। মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর অন্তত ৫০ হাজার তীর্থযাত্রী আসবেন বলে তাঁর ধারণা। সাত দিনব্যাপী মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে ১০১ সদস্যবিশিষ্ট তদারকি কমিটি গঠন করা হয়েছে। পানির জন্য মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে দুটি নলকূপ। এ ছাড়া দূর থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে অন্তত ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

এদিকে আদিনাথ মেলা উপলক্ষে গত শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, আদিনাথ সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী প্রমুখ।

জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, শিবচতুর্দশী পূজা ও মেলায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।