৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

মহেশখালীতে গভীর রাতে পুলিশ-মাদক ব্যবসায়ি ‘বন্দুকযুদ্ধ’, অস্ত্র ও গুলিসহ বাবা-মেয়ে আটক, এসআইসহ আহত ৩


কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালি পৌর এলাকার দাশি মাঝির পাড়ায় পুলিশ ও ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ‘ বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ ৩টি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ এবং ১১০০ পিস ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেন। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে পুলিশের মহেশখালি থানা উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম মিনহাজ, উপ-পরিদর্শক (এসআই) রনজিত ও কনষ্টেবল রুবেল শর্মা গুরুতর আহত হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার সময় ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মহেশখালির পৌর এলাকার দাশি মাঝি পাড়া আবদুল হামিদের কন্যা শুক্কুনিকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে আবদুল হামিদের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ৯০০পিস ইয়াবা, ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ৫রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আবদুল হামিদকে আটক করা হয়। আটক আবদুল হামিদ ও কন্যা শুক্কুনীকে নিয়ে থানায় ফেরার পথে একদল ইয়াবা ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরও জানায়, মাদক ব্যবসায়িদের লক্ষ্য করে পুলিশ ১৬ রাউন্ড গুলি ছুঁড়ে ।
আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পুর্বেরও মামলা রয়েছে।
এ ঘটনা নিয়ে পৃথক মামলা প্রস্তুুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।