বিশেষ প্রতিবেদক : মহেশখালীর আদিনাথ সড়কের গ্রিন প্যালেস হোটেল থেকে ইয়াবা সেবনকালে আওয়ামী লীগের সভাপতিসহ ৫জনকে আটক করেছে পুলিশ। রবিবার ১১ মার্চ বিকালে ছোট মহেশখালীর ঠাকুরতলা সড়কে ঘটনাটি ঘটেছে।
আটককৃতদের মধ্যে- ছোট মহেশখালী আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জহির সিকদার, মহেশখালী পৌরসভা এলাকার কালামিয়ার ছেলে ছাবের (৪২), সিকদার পাড়ার মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মাহবুব আলম (২৪), রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বাসিন্দা ইউনুস খানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর পশ্চিম মোহছেন আওলিয়া এলাকার ইব্রাহিমের ছেলে শফিউল আজম (২৮)।
অভিযান পরিচালনাকারী এসআই দিপক বিশ্বাস সভাপতিসহ অন্যান্যদের ইয়াবার ঢেরা থেকে আটক করলেও কোন কিছু উদ্ধারের ব্যাপারে মুখ খুলতে রাজি নন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দীপকের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আওয়ামী লীগ সভাপতিকে ৫ হাজার টাকা জরিমানা ও অন্যান্যদের ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।