২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মহেশখালিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১ জনের মৃত্যু, আহত ১০

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী গ্যাস ভরতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত দশজন।

নিহতের পরিচয় হলো মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র আহসান (১২)।

আহতরা হলেন- মাতারবাড়ী বলির পাড়া আজিজুল হকের পুত্র এরশাদ (১০) একই এলাকার রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২) ,কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪) একই এলাকার পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), একই এলাকার সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫) শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮) শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা৷

জানা যায়, উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার শেষ দিন শুক্রবার। সভা চলাকালীন সময়ে এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১ জন ঘটনাস্থলে মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি জাহেদুল ইসলাম। আরো বহু জন আহত হয়েছে।

মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা হতাহতের উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার কাজ চলছে৷

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, এমন ঘটনায় আমি নিজে মর্মাহত। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।