২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ | ৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

‘ভূমিহীন পাবে মাথা গোঁজার ঠাঁই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হবে। নিঃস্ব, অসহায় মানুষের ঠিকানা দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে।

বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ১০টি উপজেলায় ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশের স্বাধীনতা দিয়েছেন। দেশের মানুষকে তিনি ভালোবাসতেন। তাকে যখন ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র  করা হয় তখনও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা বলেছেন। স্বাধীনতার পরে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ শুরু করেন জাতির পিতা।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে গৃহহীন মানুষের তালিকা চাওয়া হয়েছে। একটা ঘর দিলে তারা নিজেরা পরে ভালো ঘরবাড়ি করতে পারবে। ভিক্ষাবৃত্তিও কেউ করবে না। এটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। যারা অসহায়, পঙ্গু তাদের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় টাকা দেওয়া হচ্ছে। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে সহায়তা দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ঘরহীন মানুষের ঘরবাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। সেই সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। যারা এই ঘর পাচ্ছেন তারা এগুলো সুরক্ষিত করবেন। আপনারা নিজেরা ভালো থাকবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।