
ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে। দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলার সঙ্গে রবিবার (২৪ মার্চ) এই উপজেলার নির্বাচন হওয়ার কথা ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় ওই উপজেলার এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে ওই প্রার্থী হাইকোর্টে রিট করলে মনোনয়ন ফিরে পান। সে অনুযায়ী, ব্যালট পেপারও ছাপানো হয়। পরে হাইকোর্টের আরেক আদেশে ওই প্রার্থীর মনোনয়ন পুনরায় বাতিল হয়। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে গত শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপির মাধ্যমে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।