১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

‘বেরিয়ে আসছে সী ওয়েলকাম রিসোর্টের ভাড়াটিয়া শিহাবের অজানা কাহিনী’ সংবাদে অপপ্রচারের প্রতিবাদ

৩ এপ্রিল কক্সবাজারের স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় ‘বেরিয়ে আসছে সী ওয়েলকাম রিসোর্টের ভাড়াটিয়া শিহাবের অজানা কাহিনী’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমি নিন্মস্বাক্ষরকারী। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত, বানোয়াট ও বদরুল হাসান মিল্কি নামের এক প্রতারকের হীন নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা মাত্র। মূলত: স্থানীয় সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, আইনশৃংখলা বাহিনী ও সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে কক্সবাজারে আমার প্রায় ৫ কোটি টাকার ব্যবসা হাতিয়ে নেয়ার চক্রান্ত করছে বদরুল হাসান মিল্কি নামের এক প্রতারক। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি শেহাব উল্লাহ দীর্ঘ ২৮ বছর ধরে স্বপরিবারে আমেরিকা প্রবাসী। বৈদেশিক মুদ্রা অর্জন করে আমি বৈধভাবেই হোটেল ও মালয়েশিয়ান কম্পানির পণ্যের ব্যবসায় কক্সবাজারে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছি। আমি কক্সবাজারের বাইরের লোক হওয়ায় বদরুল হাসান মিল্কি নামের ওই ব্যক্তি নিজেকে ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে স্থানীয় ও প্রশাসনের কাছে প্রভাব বিস্তার করে কক্সবাজার থেকে আমাকে বিতাড়িত করে সবকিছু হাতিয়ে নিতে চায়। এসব বিষয়ে আমি গত বছরের ২৮ নভেম্বর পুলিশ সুপার বরাবরে অভিযোগ এবং চলতি বছরের ২৬ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের করি। এসব অভিযোগ ও সাধারণ ডায়েরীতে বদরুল হাসান মিল্কি কর্তৃক হোটেল থেকে বের করে দেয়ার হুমকি, চুক্তিমতো কাজ না করা, হত্যার হুমকিসহ বিভিন্ন হয়রাণীর প্রতিকার চাওয়া হয়। কিন্তু মিল্কি ঠিকই তার প্রভাব বিস্তার করে গত ১ এপ্রিল পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার ভাড়া নেয়া হোটেলটিতে অভিযান চালান। মিথ্যা অভিযোগে পুলিশ সেখান থেকে আমার মালয়েশিয়ান কম্পানির বেশ কিছু পণ্য জব্দ করে নিয়ে যায়। অথচ মালয়েশিয়ান এসব পণ্য ‘কে-লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ (প্রা:) লিঃ’ এর মাধ্যমে বৈধভাবে কক্সবাজারে বাজারজাত করা হচ্ছিল। রাজধানীর বনানীতে কম্পানিটির বাংলাদেশের প্রধান কার্যালয়। সেখানে দাতু গুনাহলম সুব্রমানিয়া নামের ভারতীয় বংশদ্ভোত মালয়েশিয়ান এক নাগরিক কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। কম্পানিটির এসব পণ্য বাংলাদেশ সরকারের যাবতীয় আইন মেনেই বাজারজাত করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ, পরমানু শক্তি কমিশনসহ সরকারের বিভিন্ন দফতর কম্পানিটির পণ্যের বাজারজাত বিষয়ে অবহিত রয়েছে। এসব বিভাগের বৈধ ছাড়পত্র নিয়েই জব্দকৃত পণ্য বাজারজাত করা হচ্ছিল। অথচ এসব পণ্য যৌন উত্তেজক ওষুধ হিসেবে প্রচার করে বদরুল হাসান মিল্কি আমাকে হয়রাণীর মধ্যে ফেলে হোটেল ছাড়তে বাধ্য করছেন। পুলিশ দিয়ে হোটেলে অভিযানের আগেই বদরুল হাসান মিল্কি নিজে বেশ কয়েকজন উশৃংখল যুবক নিয়ে হোটেলের একাউন্ট সেকশন ও আমার ব্যক্তিগত কক্ষে হামলা চালায়। তারা সেখানে ভাংচুর চালিয়ে আমার ইউএস পাসপোর্ট, পণ্য বিক্রির মাসিক ও হোটেলের কক্ষ ভাড়ার ৩৮ লাখ টাকা, স্যামসাং গ্যালাক্সি এক্স-সিক্স মোবাইল ফোন, নকিয়া মোবাইল ফোন, ব্যাংকের তিনটি চেক বই, ১৯টি এফডিআর রিসিট কপি, সী ওয়েলকাম রিসোর্টের মূল দলিল, কবিরহাটের জায়গার সৃজিত খতিয়ানের কপি, আমেরিকান ১০০টি ক্যাশ রেমিট্যান্স মানি রিসিট, সোনালী ও অগ্রণী ব্যাংকের বৈধ আয়ের ব্যাংক ষ্টেটম্যান্ট, ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক ওষুধপত্র, কে-লিংক কম্পানির চুক্তিপত্র, ইউএস ডলার ১৬টিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অথচ আমার বিরুদ্ধে নানা ধরণের আজগুবি তথ্য দিয়ে সংবাদপত্রে বিষোদগার করা হয়েছে। একজন ব্যবসায়ী ২৮ বছর ধরে আমেরিকার মতো দেশে ব্যবসা করলে তিনি কি রকম হতে পারেন তা সহজেই অনুমেয়। সুতরাং আমার দেশে কালো টাকা আয় বা অবৈধ উপায়ে আয়ের কোন প্রয়োজনই নেই। শুধু মাত্র আমি কক্সবাজারের বাইরের লোক এবং প্রবাসী হওয়ায় কিছু কূচক্রী মহল ফাঁদ পেতে আমার সহায় সম্পদ লুটে নিতে এসব ষড়যন্ত্র তৈরী করেছে। প্রকাশিত সংবাদে রাজনৈতিক নেতা, আইনশৃংখলা বাহিনী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সচেতন কক্সবাজারবাসীকে বিভ্রান্ত না হয়ে ঘটনাটি অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। একই সাথে কক্সবাজারে প্রবাসীদের বিনিয়োগের সুন্দর পরিবেশ বজায় রাখতে করণীয় নির্ধারনে এগিয়ে আসারও আহবান জানাচ্ছি।

নিবেদক
শেহাব উল্লাহ, পিতা- মৃত বদিউল আলম, সাং- আলম মাষ্টার বাড়ী, বাটাইয়া, কবিরহাট, নোয়াখালী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।