১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৭ ভাদ্র, ১৪৩২ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

বৃহস্পতি ও শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট বন্ধ থাকবে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ৪ ও ৫ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ২টি পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) মেশিনে স্যাম্পল টেস্ট বন্ধ থাকবে। ল্যাবের যন্ত্রপাতি পরিস্কার করে ল্যাব সচল রাখার জন্য এ ২দিন স্যাম্পল টেস্ট বন্ধ রাখা হচ্ছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর অনুপম বড়ুয়া সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নিয়ম অনুযায়ী ১৫দিন পর পর ল্যাব পরিস্কার করতে হয় এবং ন্যূনতম ৪৮ ঘন্টা ল্যাব রেস্টে রাখতে হয়। তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে স্থাপিত পিসিআর মেশিন ২টি এ পর্যন্ত পরিস্কার করাও হয়নি, রেস্টেও রাখা হয়নি। বুধবার ৩জুন পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে বুধবার মাত্র ৭০টি স্যাম্পল টেস্ট করা হয়। পিসিআর মেশিন ২টি নিয়মিত পরিস্কার ও রেস্টে না রাখলে পুরো মেশিন অচল হয়ে যেতে পারে এবং টেস্টের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে।

অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত ও আইইডিসিআর এর নির্দেশনা সাপেক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ৪ ও ৫ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ২টি পিসিআর মেশিনে স্যাম্পল টেস্ট বন্ধ রেখে পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অভিজ্ঞ ও টেকনিক্যাল পারসন ইতিমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজে চলে এসেছে।

অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, পিসিআর মেশিনের পরিস্কার করাকালীন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে অতি স্বল্প সংখ্যক স্যাম্পল টেস্ট করা হতে পারে। তবে এর পরিমাণ হবে অতি নগন্য।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর মেশিনের পরিস্কার করার কারণে করোনা ভাইরাস এর স্যাম্পল টেস্টের জট আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্যাথলজি বিষয়ে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। এই স্যাম্পল জটের জন্য কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশংকা রয়েছে।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।