
বার্তা পরিবেশক: কক্সবাজার মডেল থানায় যোগদানের পর সন্ত্রাস প্রতিরোধ, মাদক র্নিমূল , মানব পাচার বন্ধ, নিয়মিত ওয়ারেন্ট তামিল, পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ মডেল থানায় রুপান্তর করতে নিরলসভাবে কাজ করার স্বীকৃতিস্বরুপ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক (পিপিএম) প্রেসিডেন্ট পুলিশ মেডেল লাভ করেছেন সৎ পুলিশ অফিসার হিসাবে পরিচিত কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন খন্দকার। ঢাকায় রাজারবাগ পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক ও ব্যাচ গ্রহণ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌছলে মডেল থানার সহকর্মীরা তাদের প্রিয় অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। উল্লেখ্য গতকাল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত সৎ নিষ্ঠাবান কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তিনি গতবছর ৩১ জানুয়ারি কক্সবাজার মডেল থানায় যোগদানের পর থেকে অদ্যাবধি আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। কক্সবাজার মডেল থানার তিনিই প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি দায়িত্বকালিন সময়ে উক্ত প্রেসিডেন্ট পদকে ভূষিত হন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।