
কক্সবাজার শহরের পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে কফিল উদ্দিন রিফাত। ৩০ মার্চ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল। ৮টি পদে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৮ জন। এর মধ্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট পদ বাগিয়ে নেয়ার দৌড়ে আছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী কফিল উদ্দিন রিফাত। সে ৫৭৮টি ভোট পান। নির্বাচনে জয়ী হয়ে রিফাত জানান, শিক্ষার্থীদের এ ঋণ ভুলবার নয়। অর্পিত দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করবো শিক্ষকদের সহযোগিতায়। তাঁর এ সাফল্যের জন্য শিক্ষকগণের পাশাপাশি বন্ধুবর আকাশ, সম্রাট, বেলাল, ফাহিম, ডেজি, সাথী চৌধুরী, রায়হান, রাহাত, শাহ আলম, হৃদয়সহ সকল-ছাত্র ছাত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।