১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বিএনপির নিবন্ধন বাতিলের দাবি মাইজভান্ডারীর

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচারের আওতায় আনা এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি।

নজিবুল বশর বলেন, ‘খালেদা জিয়া অগ্নি সন্ত্রাস চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারেন, সেজন্য খালেদা জিয়াকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, বিএনপিরও তেমনি নিবন্ধন বাতিল করতে হবে’।

তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নারী-শিশুরা এখনও কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তারাও সন্ত্রাসী। আজ আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সন্ত্রাসীর সনদ ধরিয়ে দেওয়া হচ্ছে’।

নজিবুল বশর বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল কানাডার ফেডারেল কোর্ট ঘোষণা করেছেন। দশম সংসদ নির্বাচন বানচাল করতে খালেদা জিয়ার নির্দেশে এ দল অগ্নি সন্ত্রাস করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, দেড়শ’ মানুষকে হত্যা করেছে। আমরা বারবারই বলেছি, বিএনপি সন্ত্রাসী দল। এরা জামায়াত-শিবির স্বাধীনতাবিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয়, সহযোগিতা করে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজ বিএনপির নাম বললে বিশ্বের কোনো দেশই আশ্রয় দিতে চাচ্ছে না’।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হোক। একই সঙ্গে জামায়াত-শিবিরসহ যুদ্ধাপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও নিষিদ্ধ করা হোক’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।