১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

‘বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীতে নেই’

Obaidul Kader বিএনপি সব হারিয়ে এখন উন্মাদ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীর আর কোথাও নেই।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশি নির্বাচনের দিকে চাতকের মতো চেয়েছিল। আন্দোলন হবে কোন বছর? যারা ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, তাদের চেয়ে দেউলিয়া দল দেশে আর নেই।

নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিয়া, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, মোসলেম উদ্দিন ও মফিজুর রহমান বক্তব্য দেন।

এদিকে জনসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুটি পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এর আগে নগরীর সার্কিট হাউস এলাকায় মন্ত্রীর সামনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।