৪ নভেম্বর, ২০২৫ | ১৯ কার্তিক, ১৪৩২ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীতে নেই’

Obaidul Kader বিএনপি সব হারিয়ে এখন উন্মাদ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীর আর কোথাও নেই।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশি নির্বাচনের দিকে চাতকের মতো চেয়েছিল। আন্দোলন হবে কোন বছর? যারা ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, তাদের চেয়ে দেউলিয়া দল দেশে আর নেই।

নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিয়া, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, মোসলেম উদ্দিন ও মফিজুর রহমান বক্তব্য দেন।

এদিকে জনসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুটি পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এর আগে নগরীর সার্কিট হাউস এলাকায় মন্ত্রীর সামনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।