১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন


সারাদেশের ন্যায় কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে নতুন শিক্ষাবর্ষের সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল ১১ টায় বই বিতরণ উৎসবের শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছালেহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক মহসীন শেখ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে বিদ্যালয় ও শিক্ষকদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে অভিভাবকদের বিশেষ করে মায়েদের।

সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম বলেন, বছরের শুরু থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদেরকে বছরের শুরু থেকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে একাগ্রচিত্তে নিজেদেরেকে পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।