২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন


সারাদেশের ন্যায় কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে নতুন শিক্ষাবর্ষের সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল ১১ টায় বই বিতরণ উৎসবের শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছালেহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক মহসীন শেখ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে বিদ্যালয় ও শিক্ষকদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে অভিভাবকদের বিশেষ করে মায়েদের।

সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম বলেন, বছরের শুরু থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদেরকে বছরের শুরু থেকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে একাগ্রচিত্তে নিজেদেরেকে পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।