৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বাড়ির আঙ্গিনায় ডাস্পার জব্দ” শীর্ষক সংবাদের সোলতান মাহমুদ চৌধুরীর প্রতিবাদ

অদ্য ২২/০৪/২০২০ইং ডিবিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, দৈনিক সমুদ্র কণ্ঠ ও চ্যানেল কক্স ডটকম নামে তিনটি নিউজ পোর্টালে “উখিয়া বিএনপির সাঃ সম্পাদকের বাড়ীর আঙ্গিনা থেকে মাটি ভর্তি ডাম্পার জব্দ” মালিক পলাতক” শীর্ষক নিউজটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে আমার বাড়ির পাশে নির্মাণাধীন একটি কাজের জন্য একটি ডাম্পার বালি পরিবহন করছিল। বর্তমানে সারাদেশে করোনার মহামারীতে গাড়ী চলাচল বন্ধ থাকায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি দেখে চালক ভয়ে ডাম্পার গাড়িটি আমার আঙ্গিনায় রেখে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কাজের বালি ভর্তি ডাম্পারটি থানায় নিয়ে যায়। অথচ উপরে উল্লেখিত নিউজ পোর্টাল গুলোতে আমার বাড়ী আঙ্গিনা থেকে পাহাড়ের মাটি ভর্তি ডাম্পার আটক এবং আমি ও আমার চাচা জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। বর্তমানে জব্দকৃত ডাম্পার উখিয়া থানা পুলিশের কাছে কাজের বালিসহ হেফাজতে আছে। তাই উক্ত ডাস্পারে পাহাড়ের মাটি নাকি কাজের বালি তা সচক্ষে দেখলে বোঝা যাবে৷ তাই উক্ত ডাম্পারে পাহাড়ের মাটি নাকি কাজের বালি ভর্তি আছর তা সচক্ষে থানায় গিয়ে দেখলে বোঝা যাবে। আমি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি বর্তমানে এই মহামারী দুর্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত আছি, যা সকলেই অবগত আছেন। আমি ও আমার পরিবারের জনপ্রিয়তা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে স্থানীয় কিছু বিতর্কিত, কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মানহানী ও বিভ্রান্ত সংবাদ পরিবেশন করতে সহযোগিতা করছে। সাংবাদিক বন্ধুগণ আমি এবং আমার চাচা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর কোন বক্তব্য ও মতামত না নিয়ে সংবাদ পরিবেশন করাটা উদ্যেশ্য প্রণোদিত এবং মানহানিকর। আমার মতে সাংবাদিক বন্ধুদের উচিত যারা জনগণের সেবায় নিয়োজিত তাদের বিষয়ে সংবাদ পরিবেশন করার আগে যাচাই করা দরকার বলে মনে করছি৷

এই মিথ্যা সংবাদে প্রশাসন, উখিয়া উপজেলার জনগণ ও আমার দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

##
প্রতিবাদকারী:
সোলতান মাহমুদ চৌধুরী
সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
উখিয়া উপজেলা পরিষদ।
সাধারণ সম্পাদক
বিএনপি, উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।