১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২ | ২২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে গ্রেফতার: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হবে। তবে এখনও তাকে গ্রেফতারের মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এসআই আকরামের বিষয়ে যেসব অভিযোগ এসেছে তা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সরাসরি কোনও অভিযোগ আসেনি। তারপরও আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মিতু হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সোর্স মুসার বিষয়ে আইজিপি বলেন, ‘মুসাকে আমরা খুঁজছি। তাকে ধরতে পারলে অনেক রহস্য উদঘাটিত হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুসাকে গ্রেফতারের চেষ্টা করবো। যদি তাকে না পাওয়া যায়, তাহলে তাকে অনুপস্থিত দেখিয়ে মামলার চার্জশিট দেওয়া হবে।’
অনুষ্ঠানে তার স্ত্রী শামসুন্নাহার, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি শফিকুল ইসলাম এবং সিএমপি কমিশনার ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।