১ অক্টোবর, ২০২৫ | ১৬ আশ্বিন, ১৪৩২ | ৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

বান্দরবান জেলা পরিষদের বাজেট ঘোষণা

অন্যান্য বছরের ন্যায় এবারো শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৬৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা এই বাজেট পেশ করেন।
জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সর্বনিম্ন ২শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে ১২ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে জন্য ৯৯ লক্ষ ৬৭ হাজার ৯৮০ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট অধিবেশনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, জেলাতে সকল পর্যায় শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন, দারিদ্র হ্রাস করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা প্রকল্প গ্রহণ ও অবকাঠামো উন্নয়নসহ পর্যটন শিল্পের বিকাশে বিষয়ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা পরিষদের সকল সদস্যসহ সাংবাদিক ও ন্যস্ত বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।