১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

বাইশারীতে মোটর সাইকেল-বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষ : গুরুতর আহত ১


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মোটর সাইকেল-বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ১৬ মে (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে বাজারের পশ্চিম পার্শ্বে মাদ্রাসা গেইটে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সংঘর্ষে বাই সাইকেল চালক বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী গর্জনীয়া বড়বিল এলাকার বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র রিয়াজ উদ্দিন’র (১২) মাথায় গুরুতর আহত হয়। অন্য দিকে মোটর সাইকেল চালক বাইশারী বাজারের নাবিলা ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক মোস্তফা কামালও আহত হয়ে বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় তার শ্যালক শাহজালাল সাঈদ।
প্রত্যক্ষদর্শী মনু সওদাগর সহ একাধিক ব্যক্তি জানায়, পল্লী চিকিৎসক মোস্তফা কামাল বাড়ী থেকে বাইশারী বাজারের উদ্দেশ্যে আসার পথে দাখিল মাদ্রাসা গেইটে আসা মাত্র বিপরীত দিক থেকে স্কুল শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বাই সাইকেল সহ সজোরে ধাক্কা খায়। এতে উভয় পিচঢালা সড়কে পড়ে গুরুতর আহত হয়।
এসময় আহত স্কুল শিক্ষার্থী রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে বাইশারী স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিক্যাল অফিসার নুরুল আমিনের চেম্বারে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে আহত স্কুল শিক্ষার্থীর মাথায় আঘাত হয়েছে বলে জানান তিনি।
মোটর সাইকেল চালক পল্লী চিকিৎসক মোস্তফা কামালের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আকস্মিক ভাবে সাইকেলটি তার মোটর সাইকেলের উপর এসে পড়ে। এতে তার মাথায় ও হাটুতে আঘাত প্রাপ্ত হয় বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।