২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাইশারীতে বোরোধানে পোকার আক্রমন: দিশেহারা কৃষক

fffff
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বোরো ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শুরুতেই পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতামোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা চিহ্নিত হয়ে পড়েছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতামোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দেমন কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
এ দিকে সরকার নির্ধারিত ৮০০ টাকার ইউরিয়া সার (৫০ কেজি) বাইশারীর বিভিন্ন স্থানে ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ছোট দানার ইউরিয়া সার তেমনটা পাওয়া যায় না। তবে টাকা বেশি দেয়ার কথা বললে সাব ডিলাররা দিতে রাজি হন। তাছাড়া মোটা দানার সারও ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কৃষকরা আরো বলেন, চিকনদানার সার ক্ষেতে ছিটানো সহজ হওয়ায় এলাকায় এর চাহিদা অনেক বেশি। আর এ সুযোগে ডিলার বা সাব ডিলার এ সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মোটাদানার সার কিনতে কৃষকদের বাধ্য করছে।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে। তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।