১ অক্টোবর, ২০২৫ | ১৬ আশ্বিন, ১৪৩২ | ৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

বাইশারীতে বন্যায় ৫ গ্রাম প্লাবিত


কয়েকদিনের টানা অতি বর্ষণে ও পাহাড়ি ঢলে বান্দরবানের বাইশারীর নিম্ম এলাকায় প্লাবিত হয়েছে। তবে রাতে কোন বৃষ্টি না হওয়ায় বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার (৫ জুলাই) দিনভর ইউনিয়নের নিম্ম এলাকায় অন্তত শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় ছিল। বন্যায় এসব গ্রামে শতাধিক মৎস্য খামারসহ অর্ধশতাধিক কাঁচা মাটির বসতঘর এবং হাস-মুরগি ভেসে গিয়ে ক্ষতি হয়েছে। এছাড়াও বাইশারী-ঈদগাঁও সড়কের তিন জায়গায় ব্যাপক ভাঙ্গনের ফলে গাড়ী যোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়নের দক্ষিন বাইশারী, পশ্চিম বাইশারী, নারিচবুনিয়া, করলিয়ামুরা, লম্বাবিল সহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শণে দেখা যায়, ফারিখাল ও গর্জই খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে। এতে করে নারিচবুনিয়া এলাকার গোলাম মৌলা, আব্দুল জলিল ও মাষ্টার আব্দুল মাবুদের মাটির ঘর (গোদাম) পানিতে ডুবে যায়।
বাইশারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শেফায়ত উল্লাহ জানায়, অতি বৃষ্টিতে রাতভর ভয়ে ভয়ে কাটাতে হয়েছে। ইউনিয়নের ৭ নং ইউপি মেম্বার নুরুল আজিম ও ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম জানান- বন্যায় প্লাবিত গ্রাম থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে মাটির ঘরগুলো ধসে পড়ার আশংকা রয়েছে। এই দুই ওয়ার্ডে অন্তত অর্ধশতাধিক পরিবারের ব্যাপক ও শতাধিক পরিবারে আংশিক ক্ষতি হয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মীরা বুক পরিমাণ পানি পাড়ি দিয়ে বন্যা কবলিত পরিবারের মাঝে নগদ বিতরণ করেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর জানায়, পাহাড়ী ঢলে এলাকা প্লাবিত হয়ে সাধারন মানুষের বাড়ীঘর ক্ষতি না হলেও গ্রামীন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার জানান- ভারী বর্ষণের পর থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে আসতে সর্তক করা হয়েছে। তবে রাতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম জানান, টানা বর্ষণ হওয়ায় নতুন নতুন গ্রাম প্লাবিত এবং গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।