১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বাইশারীতে দীর্ঘ এক যুগ পর যুবলীগের সম্মেলন কাল


এক যুগ পর কাল অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ দিনের প্রতিক্ষিত বাইশারী ইউনিয়ন যুবলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারনা। প্রার্থীদের চোখে ঘুম নেই, দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে মন জয় করার জন্য নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৫ জানুয়ারী কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে সভাপতি ও সাধারন সম্পাদক। কে হচ্ছেন সভাপতি ও সাধারন সম্পাদক তা নিয়ে দলীয় সকল পর্যায়ে চলছে শেষ হিসাব নিকাশ। তবে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দদের মাঝে অনেকেই যুবলীগের সম্মেলনকে ঘিরে কালো টাকার গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন। তারা আশংকা করছেন টাকার বিনিময়ে হারিয়ে যেতে পারে যোগ্য নেতৃত্ব। তাছাড়া সম্মেলনকে দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় এমনিতে নেতাকর্মী ও কাউন্সিলররা বেকায়দায় রয়েছেন। যার কারণে কাউন্সিলররা প্রকাশ্যে কিছুই বলছেন না।
সভাপতি পদে নাম শোনা যাচ্ছে উপজেলা যুবলীদের সদস্য মোঃ আবুল কালাম এবং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শামশুল আলম এবং সাধারন সম্পাদক পদে যুগ্ন সম্পাদক মোঃ নুরুল আলম ও অর্থ সম্পাদক মোঃ ইউনুছ বান্টুর নাম। এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, বিগত সময়ে দলের প্রতিটি কর্মকান্ডে নিজেকে উজাড় করে সকল কর্মসূচিতে অংশগ্রহন করেছি এবং নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি বিশ্বাষ করি কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে আমাকে আগামী দিনের যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করবে।
অপরদিকে আরেক সভাপতি প্রার্থী শামশুল আলম সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছি এবং আমি আশাবাদী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আমিই সভাপতি নির্বাচিত হব।
সাধারন সম্পাদক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক নুরুল আলম বলেন, বিগত সময়ে যুবলীগের একজন কর্মী হয়ে মাঠে ময়দানে কাজ করেছি। আশা করি কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আমি সাধারন সম্পাদক নির্বাচিত হব।
অপরদিকে আরেক প্রার্থী মো: ইউনুছ বান্টু বলেন, দীর্ঘদিন ধরে আমি যুবলীগের অর্থ সম্পাদকের দায়িত্ব নিষ্টার সাথে পালন করেছি। ভবিষ্যতেও সততার সাথে নেতাকর্মীদের নিয়ে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী মাঠে ময়দানে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।
৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ক্যাচিও মার্মা, ৪নং ওয়ার্ড সভাপতি তৈয়ব আলী, ৩নং ওয়ার্ড সভাপতি বাদল বলেন, যারা নিয়মিত দলীয় কর্মকান্ডে অংশগ্রহন করেছে এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দু:সময়ে যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং সর্বদা পাশে থাকবে তাদেরকেই আমরা যুবলীগের কান্ডারী হিসেবে দেখতে চায়।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, সম্মেলন সফল করতে যাবতীয় কর্মকান্ড ইতিমধ্যেই শেষ পর্যায়ে। আশা করি কাউন্সিলরদের ভোটেই ২৫ জানুয়ারী দীর্ঘদিনের প্রতিক্ষিত বাইশারী ইউনিয়ন যুবলীগ পাবে নতুন নেতৃত্ব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।