নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিলের হাতিরডেবা এলাকায় রাত ৮ টায় জীপ গাড়ী উল্টে এক রোহিঙ্গা ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৮ জন যাত্রী। নিহত ব্যক্তি ক্যাংগারবিল এলাকার বাসিন্দা জাফর আলম (৪৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম। জীপ গাড়ীটি ক্যাংগারবিলের পাহাড়ী সড়ক বেয়ে ঈদগড় বাজারে আসছিল বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।