নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কর্তৃক আইসিডিপি পাড়া কেন্দ্রে পরিচালনা কমিটির ওরিন্টেশন ও পতাকা বিতরণ পৃথক পৃথক ভাবে সম্পন্ন হয়েছে।
২১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০ টায় বাইশারী ইউনিয়নস্থ ৮নং ওয়ার্ড নতুন চাক পাড়া পাড়া কেন্দ্রে দিন ব্যাপি এই পিসিএমসি সভাপতি ও সদস্যদের নিয়ে এই পিচিএমসি কমিটির দায়িত্ব ও কর্তব্য, শিশুসুরক্ষা, স্বাস্থ্য-পুষ্টি, পয়নিস্কাশন, আদর্শ পাড়া কেন্দ্র গঠনের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান করেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প নাইক্ষ্যংছড়ি উপজেলার ব্যবস্থাপক একেএম রেজাউল হক।
তিনি এ সময় বলেন, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আইসিডিপির পাড়া কেন্দ্রকে কেন্দ্র করে সব কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। ২৫ থেকে ৫০টি পরিবার নিয়ে একটি পাড়া কেন্দ্র গঠিত হয়। পাড়া কেন্দ্রের মাধ্যমে শিক্ষা, শিশুসুরক্ষা, স্বাস্থ্য-পুষ্টি, পয়নিস্কাশন বিষয়ক সকল কাজ বাস্তবায়িত ইউনিসেফের আর্থিক সহযোগীতায় প্রকল্পের মাধ্যমে পাড়া কেন্দ্র নির্মাণ করা এবং পাড়াবাসীর পাড়া কেন্দ্র নির্মাণে রক্ষনাক্ষেন ও সহায়তা করে থাকেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৭,৮,৯ ইউপি মহিলা সদস্যা সাবেকুন্নাহার, স্কুল ফিডিং প্রোগ্রাম অফিসার মো: আব্দুর রশিদ, আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন চাক, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রজেক্ট অর্গানাইজার আব্দুর রহমান, সিনিয়র পাড়া কর্মী অংমাচিং চাক, চাইলাথোয়াই চাক, পিসিএমসি কমিটির সভাপতি হ্লাথোয়াই চাক, জানিমে চাক, পেচাছিং চাক, মংছাহ্লা চাক সহ আরো অনেকে।
এদিকে দুপুর ১টায় দক্ষিন লম্বাবিল পাড়া কেন্দ্রে নীগার সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত পতাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিন বাইশারী পাড়া কেন্দ্রের সভাপতি নুরুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন, স্কুল ফিডিং প্রোগ্রাম অফিসার মো: আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নুরুল আজিম, সিনিয়র পাড়া কর্মী অংমাচিং চাক, পূর্ব হলুদ্যাশিয়া পাড়া কর্মী ছালেহা বেগম, এতে মোট ১০টি পাড়া কেন্দ্রে পতাকা বিতরণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।