১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বাইশারিতে ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ


নাইক্ষ্যংছড়ির আলোচিত বাইশারিতে নবগঠিত ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২এপ্রিল) বিকেলে বাইশারি বাজার চত্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-বান্দরবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষি পদ দাশ।
এসময় লক্ষি পদ দাশ বলেন, ‘সম্প্রীতির বান্দরবানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বাইশারি থেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। এটা দু:খজনক। আগামীতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।’
নবগঠিত বাইশারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছালেহ নূর করিম ওরফে রিপণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য ক্যাছাপ্রু মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো.শফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, তসলিম ইকবাল চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ ইমরান, বাইশারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক ডা: মংথোয়াইলা মার্মা, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুবলীগ নেতা নুরুল কবির রাশেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।