৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

বাংলাদেশে অনুপ্রবেশকালে চার শতাধিক রোহিঙ্গা ফেরত

টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৪ নৌকায় চার শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রবিবার সকাল ৮টার পর্যন্ত নাফ নদী পার হয়ে হ্নীলা, দমদয়িা, টেকনাফ পৌরসভার সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৩৪ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় বিজিবির সদস্যরা তা প্রতিহত করে তাদের ফেরত পাঠায়। ওইসব নৌকায় চার শতাধিক রোহিঙ্গা নাগরিক ছিল।

ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতা পরিস্থিতির পর থেকে সাড়ে আট শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী-এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়েছে। নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তবে ব্যাপকহারে রোহিঙ্গাদের ঢুকতে দেয়া হচ্ছে না। আন্তর্জাতিক মহল দ্বারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।