১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

বহিরাগত ও সন্ত্রাসীদের বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে


আইনশৃঙ্খলা বাহিনী তথা বিজিবি একই লাল রক্তে গড়া। একে অপরকে আপন করে নিতে পারলেই এলাকার সম্প্রীতি অটুট থাকবে। তবে বহিরাগত ও সন্ত্রাসীদের বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শনিবার (১৩মে) দুপুরে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের উপজাতীয় ধৈয়ারবাপের পাড়ায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায়-প্রধান অতিথির বক্তব্যে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল আযীম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাইশারিতে সাম্প্রতিক সময়ে জঙ্গি, সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় যাদের নাম প্রকাশ পেয়েছে তারা কোন না কোনভাবে এ এলাকায় আশ্রিত হয়েছিল। তাই এসব সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। বক্তব্যে আগামীতে অসহায়-গরীব উপজাতীয় ছাত্র-ছাত্রীদের সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উপজাতীয় পল্লীর কারবারী মংক্যউ মার্মার সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম, ৩১ বিজিবির নায়েব সুবেদার খুরশেদ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, ইউপি সদস্য আবদুর রহিম ও উপজাতীয় নেতা নিউহ্লা মং মার্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য মুফিজুর রহমান, মোহাম্মদ শাহিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আজিজুল হক। নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মংহ্লাগ্য মার্মা আলোচনা সভা পরিচালনা করেন।
এদিকে বিজিবি অধিনায়ক ধৈয়ারবাপের পাড়া উপজাতীয় পল্লীতে পৌঁছে বিজিবি কর্তৃক নির্মীত ৮টি শৌচাগার ঘুরে দেখেন এবং পাড়ার পানি ও বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।