চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-১৭ সৃজনশীল মেধা অন্বেষণ পুরুষ্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্টান ২৯মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলা পাবলিক হলে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,অাল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবছার।অনুষ্টানে অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রুমেল।সুফি ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসারর অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দিন,শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু বক্কর,আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল খালেকসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি বলেছেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।তিনি উপজেলার সকল শিক্ষককে যেকোন সময় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।অনুষ্টান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-১৭ তে উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক, শ্রেষ্ট বিদ্যালয় শিক্ষক, শ্রেষ্ট স্কাউট শিক্ষক, শ্রেষ্ট বিদ্যালয় ও শ্রেষ্ট মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও বই প্রদান করেন উপস্হিত অতিথিবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।