২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকারঃরিজিয়া রেজা চৌধুরী


বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবেনা নৈতিক শিক্ষায় সুশিক্ষত হয়ে দেশ ও সমাজ বিনির্মাণে আগামীতে তরুণ শিক্ষার্থীরা অবদান রাখবে। বিশেষ করে, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে আমাদের সজাগ হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে। সাথে সাথে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষার্থীদের সজাগ হওয়ার পরামর্শ দেন। গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় অনুষ্টিত দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,গুণীজন সংবর্ধনা,বনভোজন অনুষ্টানে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক, সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের সফল কান্ডারী, প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পির সহধর্মিণী,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, পুটিবিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, লোহাগাড়া সাতকানিয়া নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী, লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের সভাপতি, নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান পিপিএম বার।অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দিন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুটিবিলা ইউপির চেয়ারম্যান হাজ্বী মো: ইউনুছ, চুনতীর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল অাবেদীন জুনু, মো: ইসমাঈল, লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম’র সাধারণ সম্পাদক, সুফি ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট লেখক,গবেষক ও কলামিস্ট মাওলানা এম. সোলাইমান কাসেমী, প্রধান শিক্ষক অাজম খান প্রমুখ। অনুষ্টানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চবির অর্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিন, সামুদ্রিক বিভাগের সহকারী অধ্যাপক মো: অহিদুল অালম, প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত জাহাঙ্গীর হোসেন মানিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।