৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক কলেজছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান।
নিহত ফারহানা আফরিন শিফা (১৯) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া টিচার পাড়ার মো. আফসার উদ্দিনের মেয়ে। সে কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু শহীদুল আমিন ওরফে তানিব (২২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জাহেদুল ইসলামের ছেলে। সে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র।
ঘটনায় হতাহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, সোমবার সকালে দুই বন্ধু-বান্ধবী মোটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ ঘুরতে যান। বেলা ১২ টায় কক্সবাজার ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বান্ধবীর মৃত্যু ঘটে এবং বন্ধু গুরুতর আহত হয়। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কলেজছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক মশিউর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।