২১ ডিসেম্বর, ২০২৫ | ৬ পৌষ, ১৪৩২ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নগরীর হালিশহরে বন্ধুর ছুরিকাঘাতে মাকসুদ (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক হিসেবে অভিযুক্ত বন্ধু হোসেন পলাতক রয়েছেন।

রোববার গভীর রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে মাসুদের দুই মেসমেট সাগর ও আবুল কাশেম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। ঘাতক হোসেনের বাড়িও একই এলাকায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানায়, মাকসুদ ও হোসেন হালিশহরের একই মেসে থাকতো। দুজনের বেড ছিলো একটাই। রোববার রাত আড়াইটার দিকে হোসেন মাকসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে মেসের অন্যান্য সদস্যরা বিষয়টি জানতে পারলে মেসমেট সাগর ও আবুল কাশেম মাকসুদকে রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন টেম্পু চালায়। মাসুদের পেশা কি সেটা এখনও জানা যায়নি বলে জানান ওসি মাহফুজুর রহমান। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই হোসেন পলাতক রয়েছে।কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক হোসেনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে মাকসুদকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাকসুদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।