১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা। ১৭ মার্চ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলম, রাজীব দে রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, জালাল উদ্দিন মিঠু, রউফ উন নেওয়াজ ভূট্টো, যুগ্ন সম্পাদক রুবাইছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ইমন, পলিটেকনিকের সভাপতি সাজ্জাদ হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ স্বাধীন বাংলাদেশের বাস করতে পারতাম না। বাংলাদেশের আজ সকল সোনালী অর্জনের সাথে বঙ্গবন্ধুর নাম জড়িত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কণ্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে ছাত্রলীগকে শেখ ভ্যানগার্ড হয়ে দায়িত্ব পালন করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান হিমেল, মেহেদী হাসান, শাহ নিয়াজ, মোবারেক হোসেন বারেক, দিদারুল ইসলাম, মীর আশরাফ হোসেন বাপ্পী, মঈন উদ্দিন, আলী আরফান খাঁন আলিফ, ইমতিয়াজ আহমেদ, আনচারুল করিমসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য ছাত্রলীগ নেতৃবৃন্দ। এইদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য দান এবং কেক কাটেন নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।