২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা, চকরিয়া উপজেলার আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে মরহুমের এ বিশাল জানাযার নামায অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের তত্ত্বাবধানে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদন করেন।
উক্ত জানাজায়, কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা পরিষদ, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একটানা ২৪বছর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে পোর চকরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।